আবাস যোজনায় নাম উঠেছিল। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে বাড়ি নির্মাণের কাজও শুরু হয়ে যায়। কিন্তু এরপরই টাকা আটকে দেয় মোদী সরকার। এক বছর ধরে বাড়ি অর্ধনির্মিত হয়ে পড়ে রয়েছে। তাই বাধ্য হয়েই পরিবার নিয়ে রাস্তায় দিন কাটাতে হচ্ছে মেদিনীপুর শহরের আড়াই হাজার মানুষকে।
কেউ পরিত্যক্ত স্কুল ঘরে, কেউ ক্লাব ঘরে, কেউ আবার ত্রিপল খাটিয়ে বাড়ির পাশেই সপরিবারে কোনওরকমে দিন কাটাচ্ছেন। তাঁদের অভিযোগ, ২০২১ সালে মেদিনীপুর পুরসভা ভোটের আগেই তাঁদের নাম উঠেছিল আবাস যোজনার তালিকায়। দ্রুত প্রথম কিস্তির টাকাও ঢুকে যায়। বাড়ি তৈরির কাজ শুরু হতে কিছুদিনের জন্য তাঁরা অন্যত্র থাকার ব্যবস্থা করে নিয়েছিলেন। কিন্তু এত দিন পেরিয়ে যাওয়ার পরেও তাঁদের বাড়ি নির্মাণের কাজ এখনও শেষ হয়নি।
অথৈ জলে পড়া পরিবারগুলির অভিযোগ, এখনও তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি। তাই বাড়ির ভিত হয়ে গেলেও দেওয়াল ও ছাদের ব্যবস্থা হয়নি।
এই অবস্থায় এখন বক্সিবাজারের একটি পরিত্যক্ত স্কুলবাড়িতে দিন কাটাতে হচ্ছে মমতা সরকার ও পূর্ণিমা সরকারের পরিবারকে। দুটি ছোট্ট ঘরেই তাদের বাস। ওই একটি ঘরের মধ্যেই রান্না ও শোয়ার ব্যবস্থা। স্কুলের ভাঙাচোরা বাথরুম ব্যবহার করেন দুই পরিবার।