এবার কর্ণাটকে হোটেলের ঘরে ঢুকে ভিনধর্মের যুবককে মারধর করার অভিযোগ উঠল হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। শুধু তাই নয়। এর পর জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় মুসলিম তরুণীকে। বৃহস্পতিবারই যুগলকে মারধর করার ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পরের দিনই প্রকাশ্যে এসেছে ধর্ষণের অভিযোগ। আপাতত এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনাটি সম্ভবত ৭ জানুয়ারির। হোটেলের ঘরে ঢুকে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অনুমান। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে বাইরে থেকে হোটেলের ঘরের নম্বর রেকর্ড করা হল। তার পরে ঘরের মধ্যে ঢোকে জনাছয়েক দুষ্কৃতী। ঘরে থাকা মুসলিম মহিলাকে মারধর করা হয়। তিনি হিজাবে মুখ ঢাকলেও জোর করে তাঁর মুখ তুলে ধরা হয় ক্যামেরার সামনে। এই ভিডিওটি বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন মুসলিম মহিলা।
যদিও পুলিশের কাছে সরকারিভাবে অভিযোগ জানাননি তিনি। একটি ভিডিওতে তিনি বলেন, ‘ঘরের মধ্যে ঢুকে মারধর করার পরে আমাকে গাড়িতে করে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্ষণ করে তার পর বাসস্ট্যান্ডে ছেড়ে দিয়ে চলে যায়। ওদের সকলের শাস্তি চাই।’ পুলিশ সূত্রে খবর, ওই মুসলিম মহিলা আসলে বিবাহিত। এক হিন্দু ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁর সঙ্গেই হোটেলে গিয়েছিলেন তিনি। আপাতত তাঁর অভিযোগের ভিত্তিতে তিনজন অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি।