আজ, শুক্রবার স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন। সকাল থেকে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক বাড়িতে ভিড়। তাঁকে শ্রদ্ধা জানাতে আসছেন বহু মানুষ। বাদ গেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন স্বামীজিকে শ্রদ্ধাজ্ঞাপন করতে এসে অভিষেক বলেন, ‘আমি কোনরকম কোনও রাজনৈতিক কথা বলব না। আমি কোনওদিন স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে, কোনও রাজনৈতিক কথাবার্তা বলি না। কারণ, এটা অশোভনীয়, অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু। কেউ যদি এসে কোনও রকম রাজনৈতিক কথা বলে, এটা তাঁর রুচি, শিক্ষার পরিচয়’।
তিনি আরও বলেন, ‘স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করে, মহারাজদের আর্শীবাদ নিয়ে আগামীদিন যাতে আপামর বঙ্গবাসীর খুব ভাল কাটে এবং তাঁর আদর্শকে মত চলার পাথেয় ও প্রেরণা হিসেবে, আমরা আগামিদিন সমাজকে আরও সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি। সেকারণেই আজকে আমার আসা। সবার এখানে আসার অধিকার রয়েছে। স্বামীজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার অধিকার রয়েছে। এই পবিত্র ভূমি দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলা শোভনীয় নয়’।