এবার স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন স্বামীজিকে। তাঁর পোস্টে তিনি তুলে ধরেছেন স্বামীজির বাণী।
অন্যদিকে, নিজের এক্স হ্যন্ডেলে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অভিষেক লিখেছেন, ‘স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। তাঁর ভ্রাতৃত্ব এবং ঐক্যের নিরন্তর বার্তা গভীর প্রাসঙ্গিকতার সঙ্গে অনুরণিত হয়। বিশেষ করে কঠিন সময়ে। স্বামীজির দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গি যুবসমাজকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’