চলতি সপ্তাহেই বাংলায় আসন রফা নিয়ে তৃণমূলের সঙ্গে কথা শুরু করা হবে। এবার এমনটাই জানালেন কংগ্রেসের এক শীর্ষনেতা। চলতি সপ্তাহেই দলের তরফে আসনরফা নিয়ে আলোচনার প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি। সেই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকমান্ড নেবে বলেও জানান।
কংগ্রেসের এই সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কঠোর বার্তা বলেই মনে করছে দলের একাংশ। কারণ, প্রদেশ সভাপতি তৃণমূলের সঙ্গে জোটের বিরোধী হলেও হাইকমান্ডের কাছে তা বিশেষ গুরুত্ব পাচ্ছে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, তেরোটি রাজ্যে কংগ্রেস বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, গত লোকসভায় কংগ্রেস সারা দেশে ৪০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এবার ২৫৫ থেকে ২৭৫টি আসনে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত ঘোষণা করেনি। ইন্ডিয়া জোটে আসনরফার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।