এবার গণ পরিবহণ ব্যবস্থাকে ঢেলে নতুন করে সাজাতে পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য পরিবহণ দফতরের তৎপরতায় খুব শীঘ্রই রাস্তায় নামতে চলেছে প্রায় ৭০০টি সরকারি বাস। এর মধ্যে ৩০০টি একদম নতুন। সূত্রের খবর, রাজ্য সরকারের বিভিন্ন ডিপোয় পড়ে থাকা বা বসে যাওয়া প্রায় ৪০০টি বাস মেরামত করে নামানো হচ্ছে যাত্রী পরিষেবায়। এই কাজের জন্য নবান্ন ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা সফরে যাবেন। সূত্রের খবর, সেখানে গিয়ে নতুন বাসগুলির উদ্বোধন করবেন। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একাধিক নয়া রুট চালু হবে ও নতুন বাসও নামবে।
প্রসঙ্গত, উদ্যোগী হয়েছে সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি), ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লুবিটিসি) এবং নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে (এনবিএসটিসি)। পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্যবাসী খুব তাড়াতাড়ি ২৭৫টি নতুন বাস পাবে। সেই সঙ্গে কয়েকশো পুরনো বাসকে মেরামতির পর রঙ করে রাস্তায় নামানো হবে। এই মুহূর্তে তিনটি সরকারি পরিবহণ নিগমের অধীনে রয়েছে প্রায় আড়াই হাজার বাস। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির মধ্যে বেশ কিছু বাস ডিপোতেই পড়ে আছে। সেসব বাসও মেরামতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সরকারি বাস না পাওয়া বা বেহাল যাত্রী পরিষেবার অভিযোগ কমে আসবে বলেই আশাবাদী রাজ্য সরকার।