প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান। আজ সকাল ন’টা নাগাদ সময় নাকতলার বাড়ি থেকে শিল্পীর মরদেহ বের করা হয়েছে। নিয়ে যাওয়া হল রবীন্দ্র সদনে৷ রবীন্দ্র সদনে উস্তাদ রাশিদ খানের দেহ প্রবেশ করল। সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও রাশিদ খানের স্ত্রী ও পরিবারের লোকেরা। ইন্দ্রনীল সেনও রয়েছেন। দেহ রবীন্দ্র সদনের সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করানো হয়েছে। গতকাল সারারাত পিস ওয়ার্ল্ডে ছিল উস্তাদ রাশিদ খানের দেহ।
দুপুর দেড়টা পর্যন্ত রবীন্দ্র সদনে মরদেহ শায়িত থাকবে৷ গ্যান স্যালুট দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে৷ এই মুহূর্তে রবীন্দ্র সদনে এসে পৌঁছেলেন সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ, হৈমন্তী শুক্লা ও দেবজ্যোতি বসু।
তার পর আবার মরদেহ নিয়ে আসা হবে নাকতলার বাড়িতে৷ বাড়িতে তারপর ধর্মীয় মতে যে আচার-অনুষ্ঠান করার কথা রয়েছে, সেগুলি হবে৷ তার পর সাড়ে তিনটের সময় জানাজা করে, অর্থাৎ পদযাত্রা করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে৷ মরদেহ বাড়িতে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ আগে থেকে বরফ নিয়ে যাওয়া হয়েছে৷
মঙ্গলবার দুপুর ৩টে ৪৫ নাগাদ ৫৫ বছরেই থেমে গেল তাঁর পথ চলা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন গায়ক।