২০১৫ সালে বাংলায় প্রথমবার রূপান্তরকারীদের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের এক বড়সড় পদক্ষেপ করতে চলেছে তাঁর সরকার। রাজ্যে ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে মহিলা কনস্টেবলের জন্য সংরক্ষিত থাকছে ৩৬০০ পদ। বাকি ৮৪০০ পদে নিয়োগের প্রক্রিয়ায় রূপান্তরকামীরাও আবেদন করতে পারবেন। তাঁদের জন্য পৃথক ভাবে কোনও সংরক্ষিত আসন থাকবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাঁদের জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের মতো সমান ভাবে মূল্যায়ন করা হবে।
রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের ব্যাপারে ইতিমধ্যেই মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়েছে। তবে রূপান্তরকামীদের পুলিশে নেওয়ার ব্যাপারে নিয়োগ বিধিতে কিছুটা সংশোধন করতে হবে। এখানে রূপান্তরকামী বলতে কাদের বোঝানো হচ্ছে, তার স্পষ্ট সংজ্ঞা থাকবে। জন্মের সময়ে কোনও ব্যক্তির যে লিঙ্গ নির্ধারণ করা হয় তাঁর প্রকৃত লিঙ্গ যদি তার সঙ্গে না মেলে তাঁকেই রূপান্তরকামী হিসাবে ধরা হবে। এর মধ্যে রূপান্তরকামী পুরুষ, রূপান্তরকামী মহিলা, হিজড়া সবাই পড়বে। জানা গিয়েছে, রূপান্তরকামীদের জন্য আবেদনের শর্ত বা চাকরির শর্তের ব্যাপারটি চূড়ান্ত করার প্রক্রিয়া এখন নবান্নে স্বরাষ্ট্র দফতরে চলছে। তাদের তিন বছরের জন্য বয়সের ছাড়ও দেওয়া হতে পারে। এই ব্যাপারটা চূড়ান্ত করে নবান্ন ভবানী ভবনকে জানালেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ঘোষণা করে দেওয়া হবে।