দিন কয়েক আগেই ধূপগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চলতি মাসেই কোচবিহার সফরে আসতে পারেন তিনি। শুধু তাই নয়, সেই সময়ে মুখ্যসচিব কোচবিহারে এসে বৈঠক করেও প্রশাসনের কর্তাদের এমনটাই জানিয়েছিলেন। প্রশাসন সূত্রের খবর, চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মমতা কোচবিহারে পৌঁছতে পারেন। সেই মতো প্রশাসনিক ও দলীয় স্তরে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি উদয়ন গুহ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে অবশ্যই আসবেন। তবে নির্দিষ্ট করে কোনও সময় আমাদের জানানো হয়নি। আমরা সব সময় প্রস্তুত রয়েছি।’ তৃণমূলের মুখপাত্র পার্থপ্ৰতিম রায় বলেছেন, ‘ধূপগুড়ির সভা থেকেই আমরা জানতে পেরেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসেই কোচবিহারে আসবেন। সে কথা মাথায় রেখেই আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত।’
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি নতুন বছরে জানুয়ারি মাসে কোচবিহার সফর করবেন। প্রশাসন সূত্রের খবর, সে সময় মুখ্যমন্ত্রী কোচবিহার তথা উত্তরবঙ্গের পাঁচ জেলায় অনুমোদন পাওয়া দু’শোটি রাজবংশী প্রাথমিক স্কুলের উদ্বোধন করবেন। সেই সঙ্গে হেরিটেজ শহরের লক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে কোচবিহারকে। তৈরি করা হচ্ছে হেরিটেজ গেট। সাগরদিঘি, বৈরাগী দিঘি সৌন্দর্যায়নের কাজ চলছে জোরকদমে। শহরের মধ্যে থাকা বিভিন্ন হেরিটেজ বিল্ডিং সংস্কার করে আলোকিত করা হচ্ছে। সে সব কাজের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।