চোট এখনও পুরোপুরি সারেনি তাঁর। ফলত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে না-ও খেলতে পারেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তিনি না খেললে স্বাভাবিকভাবেই দুর্বল হবে ভারতের পেস আক্রমণ। দেশের মাটিতে টেস্ট সিরিজের আগে শামির চোট বড় সমস্যায় ফেলেছে ভারতীয় শিবিরকে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, গোড়ালিতে চোট পাওয়ার পর শামি এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন। সুস্থ হচ্ছেন তিনি। কিন্তু এখনও বোলিং শুরু করেননি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে তাঁর খেলা নিয়ে বড় সংশয় রয়েছে। তবে তৃতীয় টেস্ট থেকে দলে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর।
প্রসঙ্গত, শামির চোট সত্ত্বেও তাঁকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সিরিজের দল ঘোষণা করেছিল বোর্ড। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়। পরিবর্ত হিসাবে যোগ দেন আবেশ খান। যদিও প্রথম একাদশে সুযোগ হয়নি আবেশের। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ় থাকাতেই শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছিল না বোর্ড। যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের পাশে শামি থাকলে ভারতের পেস আক্রমণ সামলাতে সমস্যা হবে ইংল্যান্ডের। কিন্তু এখন চোটের কারণে যদি প্রথম দুই টেস্টে শামিকে পাওয়া না যায়, তাহলে মুকেশ কুমারকে খেলতে দেখা যেতে পারে।