ফের ভোগান্তির কবলে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। দুসপ্তাহ ধরে বিভিন্নরকম কাজ চলার কারণে ৭ থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত বাতিল দক্ষিণ পূর্ব রেলের বহু লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, ১৫ নম্বর প্ল্যাটফর্মে ট্র্যাক মেরামত করা থেকে শুরু করে পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলের পরিকাঠামোগত ভুলত্রুটি খুঁজে তা ঠিক করা হবে। যে কারণে বাতিল করা হয়েছে বহু ট্রেন। একনজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের তালিকা :
সাতটি আপ পাঁশকুড়া লোকাল: ৩৮৪২১, ৩৮৪২৫, ৩৮৪৩৫, ৩৮৪৪১, ৩৮৩১৭, ৩৮৪৪৯, ৩৮৪৫১
আপ মেচেদা লোকাল: ৩৮৩০৩
দু’টি মেচেদা-হাওড়া লোকাল: ৩৮৩০৮, ৩৮৩১২
চারটি পাঁশকুড়া-হাওড়া লোকাল: ৩৮৪৩৬, ৩৮৪৪০, ৩৮৪৫০, ৩৮৪৫৬।
পাশাপাশি, একাধিক ট্রেনের পথ বদল করা হয়েছে। সেগুলি হল :
মেচেদা-হাওড়া লোকাল: ৩৮৩০৬
পাঁশকুড়া-হাওড়া লোকাল: ৩৮৪০৮, ৩৮৪১২, ৩৮৪১৪ , ৩৮৪১৮, ৩৮৪২২
উলুবেড়িয়া-হাওড়া লোকাল: ৩৮১০৪
মেদিনীপুর-হাওড়া: ৩৮৮০৮
ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস (১৮০৩৪) সাঁতরাগাছি অবধি চলবে।
এরই সঙ্গে কিছু ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে। সেগুলি হল :
হাওড়া-পাঁশকুড়া লোকাল (৩৮৪০৩, ৩৮৪০৯, ৩৮৪১৭)
হাওড়া-উলুবেড়িয়া লোকাল (৩৮১০৩, ৩৮১০৫)।