ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বরাদ্দ টাকা আটকে রেখে বাংলার বিরুদ্ধে কার্যত অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে কেন্দ্র, বারবার উঠেছে এমন অভিযোগ। বাংলার শাসকদল তৃণমূল এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই চিহ্নিত করে। তবে মোদী সরকারের টার্গেট যে বাংলা, তা বেশ বোঝা যায় নানান ঘটনায়। রাজনীতি থেকে কেন্দ্রীয় প্রকল্প, প্রত্যেক ক্ষেত্রই কেন্দ্রের বিজেপি সরকারের আচরণ, সে প্রমাণ দিচ্ছে।
উল্লেখ্য, এবার ভোটার তালিকার ক্ষেত্রেও মোদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা পরিলক্ষিত হচ্ছে। নূন্যতম ত্রুটি নিয়েও, বাংলার বিরুদ্ধে কার্যত কড়া নির্বাচন কমিশন। দিল্লী থেকে পর্যবেক্ষক আসছে। ছোট ছোট দলে ভাগ হয়ে তারা বাংলায় আসবেন। শতকরা হিসেবে ত্রুটি মিলেছে ০.২ শতাংশ। তার জন্যেও পর্যবেক্ষক? উঠছে এমনই প্রশ্ন। এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি দেখছেন বাংলার রাজনীতির কারবারিরা। বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে।