এবার সমাজমাধ্যমে নেটাগরিকদের হাসির খোরাক হলেন রণবীর সিং। প্রসঙ্গত, রবিবার দিনভর ট্রেন্ডিং ছিল ‘বয়কট মলদ্বীপ’ হ্যাশট্যাগ। মোদীকে বিদ্রূপ এবং ভারতীয় সমুদ্র সৈকতকে ‘দুর্গন্ধযুক্ত’ দাবি করে বিতর্কে জড়ান মলদ্বীপের তিন মন্ত্রী। এখন অবশ্য তাঁদের সাসপেন্ড করেছে সে দেশের সরকার। তবে গতকালের ঘটনার পর থেকে ভারতীয় সমুদ্র সৈকতের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন মলদ্বীপ ছুটে যাওয়া বলি তারকারা! সেই তালিকায় যুক্ত হতে গিয়েই বিপত্তি বাঁধালেন রণবীর সিং। এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে একটি দ্বীপের (আসলে মলদ্বীপের) ছবি পোস্ট করে বলিউড অভিনেতা লিখেছেন, “এই বছর আসুন ভারতকে আবিষ্কার করি এবং আমাদের নিজস্ব সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করি। আমাদের দেশে সমুদ্র সৈকত-সহ আরও অনেক সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। চলুন ভারত ঘুরে দেখি।”
এরপর তৎক্ষণাৎ এক নেটিজেন লেখেন, “আপনি মালদ্বীপের ছবি পোস্ট করে ভারতীয় দ্বীপপুঞ্জের প্রচার করছেন। আপনার কিছু হয়েছে?” তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পারেন রণবীর এবং সেই পোস্টটি মুছে ফেলেন। পরে কোনও ছবি ছাড়াই ফের একই বার্তা পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। যদিও নায়কের আগের পোস্টের স্ক্রিনশট ততক্ষণে ছড়িয়ে পড়েছে। সেই নিয়েও বিদ্রূপ ও কটাক্ষের মুখে পড়লেন অভিনেতা। “মুছে ফেলতে অনেক দেরি হয়ে গেছে, ইন্টারনেট সবসময় এগিয়ে থাকে”, লিখেছেন একজন।