শুক্রবার সকালে বরামতী অ্যাগ্রো লিমিটেডের অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। মহারাষ্ট্র স্টেট সমবায় কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে এই সংস্থার। তবে একে একেবারেই আমল দিচ্ছেন না শরদ পাওয়ারের নাতি রোহিত পাওয়ার। শনিবার তিনি জানিয়েছেন, বারামতী অ্যাগ্রো লিমিটেড সংক্রান্ত ব্যাাপারে ইডির তল্লাশিতে তিনি একেবারেই ভীত নন। শুক্রবার ইডি একাধিক জায়গায় তল্লাশি চালায়। সেসময় রোহিত বিদেশে ছিলেন। শনিবার সকালে দেশে ফিরেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই ধরনের কাজ আমার উপর কোনও প্রভাব ফেলবে না। আমি আমার দৃষ্টিভঙ্গি, আমার আদর্শকে কোনওভাবেই ত্যাগ করব না।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যদি আমি কোনও ভুল করে থাকি, আমি তবে আরও বেশ কিছুদিন বিদেশে কাটিয়ে আসতাম। কিন্তু আমি দেশে ফিরে এসেছি। কারণ আমি কোনও ভুল করিনি। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ইডি যদি ভেবে থাকে যে অভিযান করলেই আমি দল পরিবর্তন করব তবে তারা ভুল করছেন। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকেও তিনি একহাত নেন। তিনি বলেন, দেশের মানুষ জানেন যে এই ধরনের অভিযানের পেছনে ঠিক কী রয়েছে। রোহিতের সাফ কথা, ইডি যদি ভেবে থাকে যে অভিযান করলেই আমি দল পরিবর্তন করব তবে তারা ভুল করছেন।