সোমবার থেকে শুরু হয়ে গেল চলতি বছরের গঙ্গাসাগর মেলা। মেলাকে কেন্দ্র করে সব ধরনের ব্যবস্থা করেছে রাজ্য। সোমবার দুপুরে গঙ্গাসাগরে পৌঁছে মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই মঞ্চ থেকেই ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কুম্ভমেলার থেকেও গঙ্গাসাগর মেলা অনেক বড়। প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। তবু কেন্দ্র আজও স্বীকৃতি দিল না। কুম্ভ মেলায় কেন্দ্র টাকা দেয়। অথচ আমাদের গঙ্গাসাগর মেলায় ১ পয়সাও দেয় না’।
কেন কুম্ভ মেলায় চেয়ে গঙ্গাসাগর মেলাকে বড় বলছেন, এদিন অনুষ্ঠান মঞ্চে তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, ‘কুম্ভ মেলায় ট্রেন এবং সড়ক পথে যাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু গঙ্গাসাগর মেলায় আসতে হলে জলপথে আসতে হয়। ফলে যোগাযোগের দিক থেকে এটি অনেক বেশি কঠিন। আগে এখানে কিছুই ছিল না। আমরা এখন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সব ধরনের পরিকাঠামো গড়ে তুলেছি। সবটাই রাজ্যের টাকায়। কেন্দ্র এক পয়সাও দেয় না’।
মেলাকে ঘিরে ইতিমধ্যে পরিকাঠামোগত সব ধরনের ব্যবস্থা করেছে রাজ্য। চলতি বছরে অন্তত ৮০ থেকে ৯০ লক্ষ পুণ্যার্থী মেলায় আসতে পারেন বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এত মানুষের সমাগম হয়। দেশ বিদেশ থেকে সকলে আসেন। তাই সকলের কাছে একটাই অনুরোধ, কোনও ধরনের প্ররোচনায় পা দেবেন না।
এ ব্যাপারে প্রশাসনকে আরও ভাল করে মনিটরিং করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। ১৫ এবং ১৬ নভেম্বর রয়েছে মকরস্নান। ওই ২দিন সকলকে ধৈর্য্য ধরে গঙ্গাস্নান করার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “স্নান হয়ে যাওয়ার পর সকলের ফেরার তাড়া থাকে। কিন্তু মনে রাখতে হবে, এটা জলপথ। তাড়াহুড়ো করলে দুর্ঘটনা ঘটে যেতে পারে।