পদ্মশিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন বিজেপির কোচবিহার জেলা সম্পাদক। বিজেপির পদে থাকা জয়দীপ ঘোষ রবিবার রাতে যোগ দিয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে।
জয়দীপ ঘোষের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একদা উদয়ন ঘনিষ্ট এই নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন তিনি আবার তাঁর পুরনো দলে ফিরে গেলেন।
জয়দীপের তৃণমূলে ফেরা প্রসঙ্গে উদয়ন গুহ বলেছেন, ‘জয়দীপ বিজেপিতে মর্যাদা পাচ্ছিলেন না। তাই তিনি আবার তৃণমূলে ফিরে এলেন। আমরাও চাইছিলাম জয় ফিরে আসুন। ওখানে গিয়ে জয় ভাল নেই, তা জেনেছিলাম। ও বুঝেছে। ঘরে ফিরে আসতে চাইছিল। এটা খুব অবাক করা ঘটনাও নয় আমার কাছে। বরং জয়ের চলে যাওয়া বেশি অবাক করা ছিল। এই কয়েক মাসে ও বুঝেছে, ওর আসল ঘর কোনটা’।