আবার বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে নারী সুরক্ষা বড়সড় প্রশ্নের মুখে। এবার মোদিরাজ্য গুজরাতে ধর্ষণের হাত থেকে বাঁচতে চলন্ত লরি থেকেই ঝাঁপ দিল ৬ বছরের এক নাবালিকা স্কুলছাত্রী। গুজরাতের ছোটোদেওপুর জেলার ঘটনা।
সূত্রের খবর, স্কুল থেকে ফিরছিল ৬ নাবালিকা ছাত্রী। স্কুল থেকে ফেরার জন্য একটি লরিতে উঠেছিল তারা। সেখানেই লরির চালক এবং তাঁর ৫ সহযোগীর বিরুদ্ধে নাবালিকাদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। উত্যক্তকারীদের থেকে হাত থেকে বাঁচতেই চলন্ত লরি থেকেই ঝাঁপ দেয় ৬ নাবালিকা। এর জেরে গুরুতর চোটও তারা পেয়েছে বলে খবর। ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
পুলিশ সূত্রে খবর, নাবালিকা স্কুলপড়ুয়াদের সকলেরই বয়স ১৫-১৭ বছরের মধ্যে এবং তারা শংখেদা তালুকের একটি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার মেয়েরা তাদের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরের স্কুল থেকে ফেরার সময় রাস্তা দিয়ে যাওয়া একটি পিক-আপ ট্রাকে উঠেছিল। সেখানেই অভিযুক্তরা ছাত্রীদের কাছে থাকা টাকা পয়সা এবং অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় সাথে তাদের শ্লীলতাহানিরও চেষ্টা করে। নিজেদের বাঁচানোর চেষ্টায় মেয়েরা দ্রুতগামী চলন্ত ট্রাক থেকেই লাফ দেয়। ওই কিশোরীদের বাড়ি সানখেদা তালুকের একটি গ্রামে। তবে চলন্ত লরি থেকে ঝাঁপ দেওয়ায় ওই নাবালিকারা চোট পেয়েছেন বলে খবর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।