সাধারণভাবে প্রতি সাধারণ নির্বাচনের আগেই কমিশনের পক্ষ থেকে সব রাজ্যে যাওয়া হয় এবং সেই সেই রাজ্যের রাজনৈতিক দল, রাজ্য পুলিশের শীর্ষ কর্তা এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। নতুন বছর পড়তেই সেই কাজ শুরু করে দিল কমিশন। বিভিন্ন রাজ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৭ জানুয়ারি থেকে সফর শুরু করবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ কমিশনের পদস্থ আধিকারিকরা।
জানা গিয়েছে, প্রথম দফায় তাঁরা যাবেন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে। যদিও রাজ্য সফর শুরুর আগে আগামী ৬ জানুয়ারি উপ মুখ্য নির্বাচন কমিশনার এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানাবেন। তিনিই প্রায় সমস্ত রাজ্য ঘুরে লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবেন। যদিও এখনও জানা যায়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্যই ঘুরে দেখা হবে কিনা। অনুমান করা হচ্ছে, সম্প্রতি যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই পাঁচ রাজ্যেও নাও যেতে পারেন কমিশনের আধিকারিকরা।