জাতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়েই ফেব্রুয়ারির শুরুতে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ঘোষণা করে দিয়েছেন অ্যাড-হক কমিটির চেয়ারম্যান ভূপেন্দর সিং বাজওয়া। এর পাশাপাশি, চ্যাম্পিয়নশিপের পরপরই দেশের সেরা কুস্তিগিরদের নিয়ে শিবির আয়োজনের কথাও জানিয়েছেন তিনি। কিন্তু কুস্তি ফেডারেশনের সাসপেন্ডেড কমিটি এখনও নিজেদের সাসপেনশন মানতে নারাজ। ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিজভূষণ ঘনিষ্ঠ সাসপেন্ডেড সভাপতি সঞ্জয় সিং।
প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর ২১ ডিসেম্বর ডব্লুএফআইয়ের নির্বাচন হয়। সেই নির্বাচনে জিতে সভাপতি হন সঞ্জয়, যিনি যৌন হেনস্তায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের অনুগামী হিসাবেই পরিচিত। দিন তিনেক পর নতুন কমিটিকে সাসপেন্ড করে ক্রীড়া মন্ত্রক। তারপরই ভূপেন্দর সিং বাজওয়াকে চেয়ারম্যান করে অ্যাড-হক কমিটি গড়ে দেওয়া হয়। ওই কমিটিই আপাতত কুস্তি ফেডারেশনের কাজকর্ম সামলাচ্ছে। ফেব্রুয়ারির শুরুতে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ঘোষণা করেছে কমিটি।
কিন্তু অ্যাড-হক কমিটির জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের অধিকার নেই বলেই দাবি করেছেন ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয়। তাঁর বক্তব্য, ‘আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি। আমরা অ্যাড-হক প্যানেল বা ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছি না।’ সঞ্জয় সিং জানিয়ে দিয়েছেন, আগামী সপ্তাহেই আদালতে গিয়ে ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবেন তাঁরা। শুধু তাই নয়, আগামী ১৬ জানুয়ারি ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকও ডেকেছে সাসপেন্ড হওয়া কমিটি। অর্থাৎ কুস্তিতে পুরোদস্তুর বিকল্প প্রশাসন চালাতে চাইছেন ব্রিজভূষণ।