গত বছরের আইসিসি বিশ্বকাপ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। এবার টেস্ট ক্রিকেটেও স্বমহিমায় ফিরলেন যশপ্রীত বুমরা। ১৮ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরেই হলেন সিরিজ সেরা। সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে মোট ১২ উইকেট তুলে নিলেন তিনি। কেপ টাউনে টেস্ট জিতে সিরিজ ড্র করল ভারত। আর সেই সঙ্গে নতুন নজির গড়লেন বুমরা। প্রথম ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্টে সিরিজ সেরা হলেন তিনি। কেপ টাউনে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। সেই ইনিংসে বুমরা নেন ২ উইকেট। পরের ইনিংসে ৬ উইকেট তুলে নেন তিনি। প্রথম ম্যাচেও সেঞ্চুরিয়নে একটি ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। অন্য ইনিংসে পেয়েছিলেন ১টি উইকেট।
অর্থাৎ, মোট ১২ উইকেট নিয়ে দুই দল মিলিয়ে সিরিজে সব থেকে বেশি উইকেট বুমরার। সেই কারণে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। তবে একক ভাবে নয়। জীবনের শেষ টেস্ট খেলতে নেমে ডিন এলগার সিরিজ সেরা হয়েছেন। তাঁদের যুগ্মভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে। ২০১১ সালের পর ভারত এই প্রথম বার দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ না হেরে ফিরছে। এখনও পর্যন্ত এই একটি দেশে কখনও সিরিজ জেতেনি ভারত। বুমরাদের দাপটে এই বারে অন্তত ড্র করে ফিরছে তারা। কেপ টাউনেই টেস্ট অভিষেক হয়েছিল বুমরার। সেই মাঠেই তিনি পেলেন সিরিজ সেরার পুরস্কার। “এই মাঠের জন্য আমার হৃদয়ে আলাদা জায়গা রয়েছে। টেস্ট ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল। এই মাঠেই সেটা পূরণ হয়েছে। প্রথম ম্যাচের স্মৃতি সারা জীবন আমার হৃদয়ে থাকবে। আজকের দিনটা নিয়েও বেশ খুশি। আমরা জানি যে বিদেশে বোলিং করতে গেলে আরও ধারাবাহিক হতে হবে। সেই চেষ্টা করেছি”, জানিয়েছেন তিনি।