২০২৪-এর মাঝামাঝিই ক্যারিবিয়ান ও মার্কিন মুলুকে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচ খেলবে ভারত। তার মধ্যে একটি পাকিস্তানের বিরুদ্ধে। ভারত-পাকিস্তান ম্যাচ কবে হবে তার সম্ভাব্য তারিখ জানা গিয়েছে। ভারতের বাকি গ্রুপ ম্যাচগুলিরও সম্ভাব্য তারিখ জানা গিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ৯ই জুন। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত মোট চারটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৫ই জুন নিউ ইয়র্কে হবে সেই খেলা। তার চার দিন পরে অর্থাৎ, ৯ই জুন নিউ ইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে। ১২ জুন সেই খেলা। তৃতীয় ম্যাচও নিউ ইয়র্কেই খেলবে ভারত। গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে কানাডা। সেই ম্যাচ খেলতে ফ্লোরিডায় যেতে হবে টিম ইন্ডিয়াকে।
তবে এখনও চূড়ান্ত সূচি ঘোষণা করেনি আইসিসি। সূত্র অনুযায়ী এই খবর জানা গিয়েছে। সূচি থেকে বোঝা যাচ্ছে, ভারতের গ্রুপ পর্বের চারটি খেলা আমেরিকায় হবে। গ্রুপ পর্ব থেকে ভারত যদি সুপার ৮-এ ওঠে তখনই ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবে তারা। সেখানে ২০শে জুন বার্বাডোজে ভারতের প্রথম খেলা হতে পারে। ফাইনাল হতে পারে ২৯ জুন। বার্বাডোজেই হবে বিশ্বকাপের ফাইনাল। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর থেকে এই ট্রফি অধরাই থেকে গিয়েছে তাদের। ২০১৬ ও ২০২২ সালে সেমিফাইনাল ও ২০১৪ সালে ফাইনালে হেরেছিল ভারত।