রাজ্যে এখনও জাঁকিয়ে পড়েনি শীত। তবে ইতিমধ্যেই উত্তরবঙ্গে দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিঙে তুষারপাত বা বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙে। তাছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। ঘন কুয়াশার দাপট থাকবে আটটি জেলারই কয়েকটি অংশে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) জেলায় বৃষ্টি হবে না। তবে প্রতিটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আজ সকালে কলকাতায় কিছুটা কুয়াশার প্রভাব থাকবে। পরে তা কেটে যাবে। মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির আশপাশে।
পাশাপাশি, শুক্রবার দক্ষিণবঙ্গের সাতটি জেলার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ) একটি বা দুটি জায়গায় একেবারে হালকা বৃষ্টি হবে। শনিবারও ওই সাতটি জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় বৃষ্টি হবে। রবিবার শুষ্ক থাকবে দক্ষিণঙ্গের সব জেলার আবহাওয়া। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। শুষ্ক থাকবে উত্তরবঙ্গের বাকি সাতটি জেলার (জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া। রবিবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কয়েকটি অংশে ঘন কুয়াশা পড়বে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত সেরকম কোনও সম্ভাবনা নেই। উলটে আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। পরবর্তী দু’দিনে তাপমাত্রার তেমন হেরফের হবে না। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা এখনের মতোই থাকবে। পরের দু’দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে রাতের তাপমাত্রা, এমনই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।