বৃহস্পতিবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল হাওড়ার বাগনান। বরুণদা মুম্বই রোডে পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি লরি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সাব-ইন্সপেক্টর ও হোমগার্ডের। আহত হয়েছেন আরও ৩ জন পুলিশকর্মী। রাতে মুম্বই রোডের ডিউটিতে দাঁড়িয়ে ছিল পুলিশের গাড়িটি। তাতে ইচ্ছাকৃত সজোরে ধাক্কা মারে লরিটি। দুমড়ে-মুচড়ে যায় পুলিশের গাড়ি।
উল্লেখ্য, দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক লরিটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ। পুলিশ কর্মীদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাব ইন্সপেক্টর সুজয় দাস এবং হোমগার্ড পলাশ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত তিন পুলিশকর্মী গুরুতর আহত হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাঁদের।