এবার বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নীতীশ কুমার এবং লালুপ্রসাদ যাদবের সঙ্গে ভারচুয়াল বৈঠক করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকের দিনই দেশের বিভিন্ন রাজ্যে আসনরফা নিয়ে রূপরেখা তৈরির জন্য ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গড়েছিলেন খাড়গে। কংগ্রেস সূত্রের খবর, সেই কমিটি বুধবারই নিজেদের রিপোর্ট খাড়গের কাছে জমা দিয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পরই আসনরফার কাজ দ্রুত এগনোর কাজটা শুরু করে দিলেন কংগ্রেস সভাপতি। বিহারে ইন্ডিয়ার দুই প্রধান মুখকে নিয়ে তাঁর ভারচুয়াল বৈঠকের মূল উদ্দেশ্যও ছিল আসনরফা।
আসলে কংগ্রেস চাইছে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা শুরু হওয়ার আগেই যে সব রাজ্য দিয়ে ওই যাত্রা যাবে, সেই সব রাজ্যের আসনরফা চূড়ান্ত করে ফেলতে। সেই কাজটা বিহার দিয়ে শুরু করেছেন খাড়গে। তবে আসন রফার থেকেও আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে ওই ভারচুয়াল বৈঠকে। সূত্রের খবর, বৈঠকে খাড়গে নীতীশকে জানিয়েছেন, শীঘ্রই তাঁকে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেটর হিসাবে ঘোষণা করা হবে। যা রীতিমতো তাৎপর্যপূর্ণ।