জি বাংলায় গত নভেম্বরের শেষেই শুরু হয়েছে ‘মিঠিঝোরা’। পরিবারের জন্য রাইপূর্ণার আত্মত্যাগের কাহিনি ফুটে উঠছে সেখানে। এবার
‘দাদাগিরি’র মঞ্চে নতুন বছরের একদম গোড়াতেই হাজির হচ্ছে এই ধারাবাহিকের টিম।
মঙ্গলবারই সেই প্রোমো সামনে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ। যেখানে মিঠিঝোরার ‘নীলু’ তথা ‘জয়ী’ খ্যাত অভিনেত্রী দেবাদৃতার বাউন্সারের মুখে পড়তে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ‘দাদা’কে দেবাদৃতা সটান জিগ্যেস করেন, ‘তুমি তো এখন কলকাতার ব্র্যান্ড অ্যাম্বেসাডার, কলকাতায় নতুন কী করতে চাও বা দেখতে চাও?’ বেশি সময় না নিয়েই সেই প্রশ্নের জবাব দেন ‘দাদা’ও। বলেন, ‘আমি চাই বাংলায় প্রচুর মানুষের কর্মসংস্থান হোক’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সৌরভের এই মন্তব্য।