মমতা জমানায় এবার আরও একটি সরকারি বিশ্ববিদ্যালয় পেতে চলেছে বাংলা। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য মালবাজারে একটি কলেজ ও জেলায় একটি বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
খগেশ্বর রায় জানিয়েছেন, রাজ্যে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের কাজের গতি আরও বাড়াবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি চাইছেন রাজ্যের অনগ্রসর শ্রেণির মানুষ আরও বেশি করে সরকারি পরিষেবার আওতায় আসুক। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, জলপাইগুড়িতে অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য যে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার চিন্তাভাবনা চলছে তা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় তৈরি করা হবে।