আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের মাথাব্যথা বাড়ল মোদী সরকার তথা বিজেপির। এবার কেন্দ্রের নিয়মের বিরোধিতা করে সারা দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ধর্মঘট। এর জেরে দেশের ৫ লাখের বেশি রেশন দোকান বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য। গোটা রাজ্যে ১৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। আগামী ১৬ই জানুয়ারি দিল্লীর রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে ওইদিন ডেপুটেশন জমা দেবেন রেশন ডিলাররা। সংসদ ভবনেও যাবেন তাঁরা।
উল্লেখ্য, আন্দোলনকারী রেশন ডিলাররা জানাচ্ছেন যে সাম্প্রতিক সময়ে নেটওয়ার্ক সমস্যা বা আঙুলের ছাপের অমিলের কারণে উপভোক্তাদের সমস্যা হচ্ছে। একইসঙ্গে এফসিআই থেকে খাদ্যসামগ্রী আনার ক্ষেত্রে বহু শস্য নষ্ট হয়। চটের বস্তায় খাদ্যশস্য পাঠানোর দাবিও জানিয়েছেন তাঁরা। এ ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও এনএফএ-র নিয়মমতো অগ্রিম কমিশন চালু করতে হবে বলেও দাবি তোলা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, “হতাশা এবং অনটনের ফলে রেশন ডিলাররা অস্তাচলে। কেন্দ্রীয় সরকার আমাদের দীর্ঘদিনের দাবি মানছে না। আর সেই দায় রাজ্য সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে। কেন্দ্রের এই স্বৈরাচারী মনোভাবের জন্য দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” এই ধর্মঘটের ফলে দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ মানুষ এবং রাজ্যের ৮ কোটি ৮০ লক্ষ মানুষ যাঁরা খাদ্যসাথী প্রকল্পের আওতায় আছেন, তাঁদের রেশন বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।