এবারের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হওয়ার প্রথম দিনেই পাঁচটি প্রকল্পে অনুমোদিত আবেদন পত্রের ১০০ শতাংশ পরিষেবা দেওয়া নিশ্চিত করে নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
প্রসঙ্গত, গত শনিবার শেষ হয়েছে ২০২৩-এর শেষ দুয়ারে সরকার কর্মসূচি। পূর্ব ঘোষিত সূচি মতো মঙ্গলবার রাজ্যে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হল।
নবান্নের তরফে জানানো হয়েছে ৫টি প্রকল্পের ক্ষেত্রেই ১০০ শতাংশ আবেদনের নিষ্পত্তি হয়েছে। এই প্রকল্পগুলি হল— বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ, বিদ্যুতের নয়া সংযোগ, বিদ্যুতের বকেয়া ছাড় এবং উদ্যম পোর্টালে নথিভুক্তকরণ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার দুয়ারে সরকারে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬১ হাজার ১৭০টি শিবির হয়েছিল। ভ্রাম্যমাণ শিবিরের সংখ্যা ৪১,৩৬৫টি। জানুয়ারির ১ তারিখ পর্যন্ত ৫০ লক্ষ ১১ হাজার ৩২৭টি আবেদনপত্র নিষ্পত্তি হয়েছে। অনুমোদন পেয়েছে ৪৯ লক্ষ ৯১ হাজার ৬৯০টি। ইতিমধ্যে পরিষেবা দেওয়া হয়েছে ৩৪ লক্ষ ৭৭ হাজার ৪৯৭ জন আবেদনকারীকে।