যোগীরাজ্যে দলিত মহিলাকে ধর্ষণ করে খুনে অভিযুক্ত এক কনস্টেবল। আগ্রা শহরে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ ডিসেম্বর ওই এলাকার এক পুলিশ কনস্টেবলের ভাড়া বাড়ি থেকে ২৫ বছর বয়সি দলিত তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার আগের দিন কনস্টেবলের ভাড়া বাড়িতে তরুণী গিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
অভিযুক্ত কনস্টেবলের নাম রাঘবেন্দ্র সিং। আগ্রা শহরে বছর ২৭-এর ওই কনস্টেবল নিয়োগ পেয়েছিলেন। ইতিমধ্যেই তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। সমগ্র ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাঁসির বাসিন্দা ওই কনস্টেবলের সঙ্গে দলিত তরুণীর সম্পর্ক ছিল। উভয়ের মধ্যে বিয়ের কথাও হয়েছিল। কিন্তু রাঘবেন্দ্রের পরিবার সম্পর্ক মেনে নেয়নি। আর তার কিছু দিনের মধ্যেই নৃসংশ ঘটনাটি ঘটে। যদিও ঠিক কী কারণে তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। গলায় ফাঁসের কারণেই তরুণীর মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে জানা গিয়েছে।