ফের ব্রিজভূষণ শরণ সিংয়কে নিয়ে সরব হলেন সাক্ষী মালিক। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের ‘গুন্ডারা’ সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি করলেন সাক্ষী। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,”ব্রিজভূষণ শরণ সিংয়ের গুন্ডারা তাঁর মাকে খুনের হুমকি দিয়েছে। শুধু তাই নয় আমাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের।“
অন্যদিকে বুধবার সকাল থেকেই সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট বিরুদ্ধে জন্তর মন্তরে বিক্ষোভ শুরু করে । উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লির জুনিয়র কুস্তিগীররা এই তিন কুস্তিগীরের হাত থেকে বাঁচতে ’আমাদের কুস্তিকে বাঁচান” লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করে । আর তা নিয়ে সাক্ষী বলেন,’ আমি চাই আমাদের জুনিয়র কুস্তিগীরা উন্নতি করুক। তাঁরা দেশের জন্য পদক নিয়ে আসুক। তাই আমি আমার পদ ছেড়ে দিয়েছি।‘
উল্লেখ্য, ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে ফিরতেই খেলা ছেড়ে দিয়েছিলেন কুস্তিগীর সাক্ষী মালিক। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া। এছাড়াও ভিনেশ ফোগাট তাঁর খেলরত্ন এবং অর্জুন পুরষ্কারটি ফিরিয়ে দেন।