মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েক জন নেতার সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘আমাদের জেলায় চারটি লোকসভা আসন রয়েছে। সেই সবক’টি আসনে আমাদের জিততে হবে। সেই বিষয়েই আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক’।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে অভিষেক ডায়মন্ড হারবারের সাংসদ হলেও, দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি আসনেই নজর দেন। তাই লোকসভা ভোটের মাস কয়েক আগে সেই বিষয়ে আবারও খোঁজখবর নেওয়া শুরু করলেন বলেই মনে করছে রাজ্য রাজনীতির কারবারিদের একাংশ।
আগামী ৭ জানুয়ারি পৈলানে নিজের লোকসভা কেন্দ্রে একটি অনুষ্ঠান রয়েছে অভিষেকের। সেখানে তিনি নিজের লোকসভা কেন্দ্রের আবেদনকারীদের বার্ধক্যভাতা দেওয়া শুরু করবেন। ওই দিন কেবলমাত্র বিষ্ণুপুর বিধানসভার জন্য এই পরিষেবা প্রদান করা হবে। তারপর ডায়মন্ড হারবার লোকসভার অধীনে বাকি ছ’টি বিধানসভাতেও একই ধরনের কর্মসূচি করা হবে।