সর্বভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনের পরেও খুশি নন বজরং পুনিয়া, সাক্ষী মালিকেরা। পদ্ম সম্মান ফিরিয়ে দিয়েছেন বজরং। অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষী। এ বার বিশ্ব ক্রমতালিকার জন্য গুরুত্বপূর্ণ জাগ্রেব ওপেন থেকে সরে দাঁড়ালেন বজরং-সহ পাঁচ কুস্তিগির।
এ বার জাগ্রেব ওপেন থেকে সরে দাঁড়ালেন পাঁচ কুস্তিগির। বজরং ছাড়াও প্রতিযোগিতায় না নামার সিদ্ধান্ত নিয়েছেন অন্তিম পাঙ্ঘাল (৫৩ কেজি), পুজা গেহলট (৫০ কেজি), মানসি আহলাওয়াত (৫৭ কেজি) এবং কিরণ (৭৬ কেজি)। মঙ্গলবার ১৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে সর্বভারতীয় অলিম্পিক সংস্থা নিয়োজিত তিন সদস্যের অ্যাড হক কমিটি। অ্যাড হক কমিটির প্রধান ভূপিন্দর সিংহ বাজওয়া জানিয়েছেন, ‘এশিয়ান গেমসে যাওয়া কুস্তিগিরদেরই আমরা পাঠাতে চেয়েছিলাম জাগ্রেবে। ১৩ জন সম্মতি দিলেও পাঁচ জন দেননি।’
এর ফলে ক্রোয়েশিয়ার রাজধানীতে আয়োজিত প্রতিযোগিতায় ভারতীয় প্রতিনিধি থাকছে না পাঁচটি বিভাগে। উল্লেখ্য, এই পাঁচ কুস্তিগিরই গত এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ১০ থেকে ১৪ জানুয়ারির প্রতিযোগিতায় ভারতের দু’জন মহিলা কুস্তিগির অংশ নেবেন। তাঁরা হলেন সোনম মালিক (৬২ কেজি) এবং রাধিকা (৬৮ কেজি)।