সম্প্রতি দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। এ ব্যাপারে শীতকালীন অধিবেশনে সংসদের দুটি কক্ষে নয়া বিল পাসও করিয়ে নিয়েছে কেন্দ্র। নতুন বছরের শুরুতেই কেন্দ্রের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হল শীর্ষ আদালতে।
মামলাকারীর বক্তব্য, নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে স্বছতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই কমিশনার নিয়োগের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে ওই কমিটিতে রাখা জরুরি।
কিন্তু সম্প্রতি এ ব্যাপারে সংসদে বিল এনে ওই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই বিল অবিলম্বে খারিজের আবেদন জানানো হয়েছে। বিধানসভা বা পঞ্চায়েত ভোট পরিচালনার ক্ষেত্রে যেমন রাজ্যগুলিতে থাকে রাজ্য নির্বাচন কমিশনার, তেমনই সারা দেশে লোকসভা ভোট পরিচালনা করে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া। ওয়াকিবহাল মহলের মতে, ফি-বারই বিধানসভা কিংবা লোকসভা ভোটে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ ওঠে। মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে প্রধান বিচারপতিকে না রাখা হলে এক্ষেত্রে স্বচ্ছতার বিষয়টি আরও বেশি করে ধাক্কা খাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আর মাত্র কয়েক মাস পরেই লোকসভা ভোট। তার আগে রাজনৈতিক কারণেই কেন্দ্রের মোদী সরকার সংসদে এই বিল এনেছে বলে অভিযোগ করছে বিরোধীরা। আদালত সূত্রে খবর, শীর্ষ আদালত মামলাটি গ্রহণ করেছে। তবে শুনানির দিন এখনও ধার্য হয়নি।