২০২৩-কে বিদায় জানিয়ে আগমন ঘটেছে ২০২৪-এর। উদযাপনের মেজাজে রয়েছে শহরবাসী। তবে দক্ষিণবঙ্গে শীতের তেমন প্রভাব ছিল না বললেই চলে। তবে উত্তরে ফের আসরে নেমেছে শীত। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই স্বাভাবিকের থেকে ওপরে তাপমাত্রা। এরই মধ্যে নতুন বছরের প্রথম সপ্তাহে হতে পারে বৃষ্টি, এরমই কিছুটা আপডেট দিচ্ছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বছরের শুরুতেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে পূবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার কারণে আকাশ মেঘাচ্ছন্ন।
পাশাপাশি, মঙ্গলবারের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে বলেও পূর্বাভাস। যা শীতের মেজাজই নষ্ট করে দিয়েছে। আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত জানুয়ারি মাসের ৪ তারিখে পর্যন্ত তাপমাত্রা সেভাবে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এই সময়ে আবহাওয়ার বিরাট কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের বাকি অংশের পাশাপাশি কলকাতাতেও স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে ৪ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমতে থাকবে। পশ্চিমের জেলা গুলিতে এমনিতেই শীত বেশি পড়ে। সপ্তাহের শেষের দিকে কোনও কোনও জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে। আজও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। শীতের দাপট বজায় থাকবে বলেই ইঙ্গিত দিয়েছিলেন আবহবিদরা।