একের পর এক কেন্দ্রের জনবিরোধী নীতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। এবার নতুন বছরের প্রথম দিনই নয়া নির্দেশ। মনরেগায় কর্মীদের মজুরি আধার ভিত্তিক পেমেন্ট বাধ্যতামূলক বলে জানাল কেন্দ্রীয় সরকার। আর এই নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর কথায়, ‘এটি প্রধানমন্ত্রীর নববর্ষের নিষ্ঠুর উপহার’।
এর আগে আধার নম্বর যাচাই করে মনরেগার মজুরি মেটানোর সময়সীমা ২০২৩-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে কেন্দ্র। নতুন বছর থেকে মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট স্কিমের অধীনে সমস্ত মজুরি আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে হবে। এর জন্য শ্রমিকদের আধারের বিশদ বিবরণ তাদের জব কার্ডের সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।
কেন্দ্রের এই নির্দেশিকা নিয়ে বিজেপি সরকারকে তোপ দেগেছে কংগ্রেস। মোদী সরকারকে নিশানা করে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, কোটি কোটি দরিদ্র এবং প্রান্তিক ভারতীয়দের মৌলিক আয় থেকে বাদ দেওয়ার জন্য এটি হল প্রধানমন্ত্রীর নববর্ষের নিষ্ঠুর উপহার। জনসাধারণের উপর প্রযুক্তির অস্ত্র প্রয়োগ করে আধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।