অক্টোবর ও নভেম্বরের থেকে কম জিএসটি আদায় হল ডিসেম্বরে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সোমবার জানিয়েছে, ডিসেম্বরে ১.৬৫ লাখ কোটি টাকার জিএসটি আদায় হয়েছে। এ বছরের অক্টোবর ও নভেম্বরে জিএসটি বাবদ আদায় হয়েছিল যথাক্রমে ১.৭২ লাখ কোটি টাকা ও ১.৭৮ লাখ কোটি টাকা।
ফলে, ডিসেম্বরে জিএসটি আদায় অক্টোবর ও নভেম্বরের থেকে কম হয়েছে। এক বিবৃতিতে অর্থ মন্ত্রক জানিয়েছে, ডিসেম্বরে সিজিএসটি বাবদ আদায় হয়েছে ৩০ হাজার ৪৪৩ কোটি টাকা। এসজিএসটি ও আইজিএসটি খাতে সরকারি কোষাগারে জমা পড়েছে যথাক্রমে ৩৭ হাজার ৯৩৫ কোটি টাকা ও ৮৪ হাজার ২৫৫ কোটি টাকা। এছাড়া সেস বাবদ ১২ হাজার ২৪৯ কোটি টাকা আদায় হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।