বেনারস হিন্দু ইউনিভার্সিটি চত্বরে আইআইটি-র ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে যে ৩ জনকে ঘটনার প্রায় দুই মাস পর গ্রেফতার করেছে যোগীর পুলিশ, তাঁদের মধ্যে দুজন বিজেপির আইটি সেলের সদস্য বলে জানা গিয়েছে। শুধু তাই নয়। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে ওই ৩ যুবকেরই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই বিরোধীরা অভিযোগ তুলেছে, শাসক গোষ্ঠীর ছত্রছায়াতেই অপরাধীদের এই বাড়বাড়ন্ত।
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘নারীরা যখন রাস্তায় নেমে আসে, তখন ক্ষমতার পরিবর্তন ঘটে। বিএইচইউ-এর বিজেপি অপরাধীদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে ক্ষমতার অহংকারে কেউ কোনও মহিলার মর্যাদা এবং পরিচয়ের বিরুদ্ধে বিজেপি সরকারের সুরক্ষার অপব্যবহার করতে না পারে। আজ উত্তরপ্রদেশ ও দেশের প্রতিটি মহিলা প্রশ্ন করছেন, কেন বিজেপি সমর্থিত অপরাধীদের গাড়ি কখনও উল্টে যায় না?’ অখিলেশের আহ্বান, বিজেপি হটাও, মহিলাদের সম্মান বাঁচাও।