লোকসভা নির্বাচন এখন দরজায় কড়া নাড়ছে। বিজেপি রামমন্দিরকে সামনে রেখে নেমে পড়েছে প্রচারে। আর বিজেপিকে ঠেকাতে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। যেখানে তামাম বিরোধীরা একমঞ্চে এসেছেন। তারপরও কংগ্রেস গোটা দেশে ২৯০টি আসনে একক শক্তিতে লড়তে চাইছে বলে সূত্রের খবর।
আর ১০০ আসনে কংগ্রেস ইন্ডিয়া’র শরিক দলগুলির সমর্থন নিয়ে লড়তে চাইছে। কিন্তু এতগুলি আসন কংগ্রেসকে ছাড়া যাবে কিনা তা নিয়ে এখনও একমত হতে পারেননি শরিকরা। কারণ একক শক্তিতে কংগ্রেস লড়ে তিনটি রাজ্যে হেরে বসে আছে। তাই বিষয়টি নিয়ে একটা মতানৈক্যের পরিবেশ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
কংগ্রেস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ৩ থেকে ৫টি আসন তারা চাইতে পারে। এমন পরিকল্পনা রয়েছে। তবে ওই আসনগুলিতে ইন্ডিয়া’র শরিক দল তৃণমূল কংগ্রেস এবং বামেদের সমর্থন পেলে কংগ্রেস জিতবে বলে মনে করছে। এই বিষয়টি আগামী বৈঠকে তুলবেন কংগ্রেস নেতারা। কিন্তু শরিক দলগুলি রাজি হবে তো? উঠছে প্রশ্ন। যে সব রাজ্যে কংগ্রেস ইন্ডিয়া জোটকে সঙ্গে নিয়ে লড়তে চায়, গত সপ্তাহে দু’দিন ধরে কংগ্রেসের জাতীয় জোট কমিটি সে সব রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছে। এই বৈঠকের ভিত্তিতে কংগ্রেস নেতৃত্ব এবার প্রত্যেক রাজ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করবেন।