সোমবার ১ জানুয়ারি কলকাতা-সহ গোটা বাংলা জুড়ে সাড়ম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেসের জন্মদিবসের উদযাপন। দলের প্রতিষ্ঠা দিবসে নেতৃত্বের শপথ, সাম্প্রদায়িক বিজেপিকে দেশ থেকে হঠাতেই হবে। আর তাই সামনের কঠিন লড়াই লড়তে হবে একসঙ্গে। লোকসভা নির্বাচনের আগে একটাই স্লোগান, ‘বিজেপি হঠাও দেশ বাঁচাও’।
গতকাল সকালে তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, দোলা সেন, দেবাশিস কুমার, মণীশ গুপ্ত, ডাঃ শান্তনু সেন, জয়প্রকাশ মজুমদার, অলোক দাস, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃত্ব। নতুন বছরে নতুন সংকল্প নিয়ে প্রতিষ্ঠা দিবস থেকে তাঁদের বার্তা— বিজেপির হাতে দেশ নিরাপদ নয়। সুব্রত বক্সি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস তৈরির রাজনৈতিক প্রেক্ষাপট ও সিপিএমের বিরুদ্ধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক লড়াই-আন্দোলনের কথা তুলে ধরেন। একইসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ে নামার আহ্বান জানান।