বর্ষবরণের প্রাকলগ্নেই মুম্বইয়ে ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক। নতুন বছরকে স্বাগত জানাতে ইতিমধ্যেই তৈরি বাণিজ্যনগরী। তার আগেই শহরের নানা অঞ্চল বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে সতর্ক মুম্বই পুলিশ। শনিবার বিকেল ৬টা নাগাদ ফোন আসে মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে। জানা যাচ্ছে, ফোনে কেবল এটাই বলা হয়, “মুম্বইয়ে পর পর বিস্ফোরণ হবে।” তার পরই ফোন কেটে দেওয়া হয়। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ফোন পাওয়ার পরই সাড়া পড়ে যায়। নানা জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
প্রসঙ্গত, কোন নম্বর থেকে ফোন এসেছিল পুলিশ তা খতিয়ে দেখছে। পাশাপাশি নতুন বছরের গোড়ায় উৎসবকে মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুম্বইকে। উল্লেখ্য, এর আগে গত অক্টোবরে প্রধানমন্ত্রী মোদীর মুম্বই সফরের আগেও উড়ো ফোনে হুমকি দেয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায়। কড়া করা হয় সতর্কতা। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন যিনি করেছিলেন, তাঁকে গ্রেফতারও করা হয়। প্রাথমিক ভাবে বোমা রাখার দাবিতে সোচ্চার থাকলেও পরে ওই ব্যক্তি স্বীকার করে নেন যে, আগাগোড়া মিথ্যে বলেছেন তিনি।