ফের বিড়ম্বনায় সম্মুখীন গেরুয়াশিবির। এবার বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল কর্ণাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ভাই বিক্রম সিমহার বিরুদ্ধে। উল্লেখ্য, এই প্রতাপ সিমহাই ১৩ই ডিসেম্বর সংসদে হামলাকারীদের লোকসভায় প্রবেশের পাস দিয়েছিলেন। প্রতাপ সিমহার ভাই বিক্রম সিমহাকে গ্রেফতার করেছে কংগ্রেসশাসিত কর্ণাটকের পুলিশ। তাঁর বিরুদ্ধে বিনা অনুমতিতে গাছ কাটা এবং কাঠ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ, কর্নাটকের হাসান জেলায় কমপক্ষে ১২৬টি বড় বড় গাছ কেটেছেন বিক্রম। ওই গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র তাঁর কাছে ছিল না। পাশাপাশি। তিনি ওই গাছের কাঠও পাচার করেছেন।
প্রসঙ্গত, বিক্রম সিমহার বিরুদ্ধে অভিযোগ, তিনি বন দফতরের অনুমতি ছাড়া যথেচ্ছভাবে গাছ কাটছেন তিনি। শনিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির পর বিজেপি সাংসদের ভাইকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বনদফতরই মামলা করেছিল। বন সংরক্ষণ, উদ্ভিদ সংরক্ষণ আইন ভাঙার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিক্রমের দাদা প্রতাপ সিমহা মাইসুরুর সাংসদ। সংসদ হামলার চক্রীদের সংসদে ঢোকার পাস ইস্যু করেছিলেন এই প্রতাপ সিমহাই। সংসদে হামলার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দলের সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি বিজেপি। দিল্লী পুলিশ প্রতাপের বিরুদ্ধে এফআইআর করার উদ্যোগ নিয়েছিল বটে। কিন্তু সে নিয়ে পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি।