বিতর্ক পিছু ছাড়ছে না রেলের। শনিবার সন্ধ্যায় হাওড়া স্টেশনে রেল ইয়ার্ডের কাছে ওভারহেড তার ছিঁড়ে সৃষ্টি হল বড় বিপত্তির। যার ফলে দক্ষিণ পূর্ব রেলের শাখায় ট্রেন চলাচলে ঘটল বিঘ্ন। বাতিল হল আমতা লোকাল,পাঁশকুড়া লোকাল ও খড়গপুর লোকাল। ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।
সূত্রের খবর ,ওভারহেড তার ছিঁড়ে পড়ার পর ১৩, ১৪ ও ১৫ নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। সূত্রের খবর, মূলত ওই শাখাগুলিতেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। একের পর এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ট্রেনগুলি।