রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’য় তৃণমূলকে আমন্ত্রণ জানাতে চলেছে কংগ্রেস। দলের এক শীর্ষনেতা জানান, ১৪টি রাজ্যের উপর দিয়ে ভারত ন্যায় যাত্রা যাবে। যখন যে রাজ্যের উপর দিয়ে যাবে তখন সেই রাজ্যের ‘ইন্ডিয়া’ জোটে শামিল হওয়া দলকেও আমন্ত্রণ জানান হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাংলায় তৃণমূলকে আমন্ত্রণ জানান হবে বলে জানান তিনি।
বাংলায় তৃণমূলকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত চূড়ান্ত হলেও বামেদের ক্ষেত্রে এখনও সিদ্ধান্ত হয়নি বলে এআইসিসির তরফে জানান হয়। দলের রাজ্যসভার এক সাংসদ এদিন জানান, যেহেতু ভারত ন্যায় যাত্রার পথে বেশ কয়েকটি রাজ্যে বামেদের কিছুটা হলেও অস্তিত্ব আছে তাই বামেদের কেন্দ্রীয় নেতৃত্বকে যোগ দিতে বলা হবে। তিনি জানান, ৪ জানুয়ারি যাত্রা পথ ও ৭ তারিখ থিম সং প্রকাশ করা হবে।
বৃহস্পতি, শুক্র ও শনিবার দফায়-দফায় কংগ্রেস পরিষদীয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করবে কংগ্রেস নেতৃত্ব। সেখানে যেমন ন্যায় যাত্রার পথ নিয়ে আলোচনা হচ্ছে তেমনি কোন রাজ্যে কোন দলের সঙ্গে আসন সমঝোতা হতে পারে তা নিয়েও কথা বলছে কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। আগামী চার তারিখের মধ্যে এই কমিটি প্রতিটি রাজ্যে জোট পরিস্থিতির রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।