টোটাল বিজেপি টিমকে হারাতে পারেন মমতা, এটা প্রমাণিত। তাই কোনওমতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চটানো যাবে না। কংগ্রেসের নেতা-কর্মীদের এই বার্তাই দিলেন সোনিয়া গান্ধী।
বিশেষ করে সিপিএমের সঙ্গে জোট করে বিজেপি বিরোধী ভোট ভাগ হলে যে গেরুয়া শিবিরের সুবিধা হবে তা মনে করেই এবার নির্বাচনে মমতার সঙ্গেই পথ চলার সিদ্ধান্ত নিতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড।
বিজেপিকে রুখতে এবং অবিজেপি ভোট যাতে ভাগ না হয় সেই লক্ষ্যে রাজধানীর কংগ্রেস নেতারাও এখন সোনিয়ার মতোই মমতা ও অভিষেকের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চাইছেন।
সোনিয়া গান্ধীর স্পষ্ট বার্তা, ‘টোটাল বিজেপি টিমকে হারাতে পারেন মমতা, এটা প্রমাণিত। ২০২৪ সালের লোকসভা ভোটে মোদিকে ঠেকাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে জনপ্রিয় মুখ তা অন্য দলের প্রবীণ নেতারাও স্বীকার করছেন। পরপর চারটি বৈঠকে ইন্ডিয়া জোটের শরিকরাও সকলে তৃণমূল নেত্রীকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তাই বাংলায় বিয়াল্লিশের মধ্যে দুটি না চারটি আসনে আমরা তৃণমূলের সঙ্গে রফা করব, সে আলোচনা শীর্ষস্তরে চলতেই পারে। কিন্তু আমাদের দলের কেউ এমন বেফাঁস কিছু বলবেন না, যাতে কংগ্রেস নিয়ে মমতা আগামিদিনে চটে যান।’