বধর্মানের অম্বিকা কালনা পূর্ব সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১২ জানুয়ারি আসছেন ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। ওই গ্রামের সংহতি ক্লাবের টুর্নামেন্টেও বিশেষ অতিথি থাকবেন লয়েড।
প্রসঙ্গত, লয়েডের সমসাময়িক বহু ক্রিকেটার এখন ঘরবন্দি, কেউ প্রয়াত হয়েছেন। সেই বয়সেও তিনি ২৩ ঘণ্টা বিমানযাত্রা করে কলকাতায় আসবেন। লয়েডের ইচ্ছে রয়েছে ইডেন গার্ডেন্স যাওয়া। এই মাঠে বহু স্মরণীয় ম্যাচ জিতেছেন। তাঁকে কলকাতার মাঠে দেখা গিয়েছে ম্যাচ রেফারি হিসেবেও।
সংহতি ক্লাবের প্রেসিডেন্ট ও সাতগাছিয়া হাইস্কুলের ৭৫ বছর উদযাপন কমিটির চিফ পেট্রন সুরজিৎ বক্সি সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বলেন, আমাদের গ্রামে অতীতে মহম্মদ আজহারউদ্দিন, সন্দীপ পাতিলদের মতো তারকারা এসেছেন। এবার আমাদের গ্রামের পা রাখছেন আরও বড় কিংবদন্তি। সত্যিই এটা আমাদের গ্রামের মানুষের কাছে পরম প্রাপ্তি।