রাজ্যের জেলাগুলিতে প্রাথমিকে প্রধান শিক্ষকদের শূন্যপদ যাতে পূরণ হয় সেই লক্ষ্যে পদক্ষেপ করছে রাজ্য সরকার। এবার নতুন বছর শুরুর আগেই জেলায় ১৯৫০ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ করা হল। এই শিক্ষকদের হাতে তুলে দেওয়া হল প্রধান শিক্ষকের নিয়োগপত্র।
পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বিভিন্ন কারণে জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক নিয়োগ করা যায়নি। শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। তার মাঝে জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককের শূন্যপদগুলি পূরণ করা সম্ভব হয়েছে। গত সেপ্টেম্বর মাসে প্রথম দফায় এবং ডিসেম্বর মাসে দ্বিতীয় দফার নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে আবেদনকারীদের। জেলায় মোট ১৯৫০ জনের হাতে প্রধান শিক্ষককের নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।