বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। এবার ক্লার্ক ও স্টেনোগ্রাফার সহ আরও বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল মমতা সরকার। উচ্চ মাধ্যমিক পাশে এই সমস্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাজ্যের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
জানা গিয়েছে, মোট শূন্যপদ রয়েছে ২৩৫৪ টি(ইউআর- ১০৭৪ টি, ওবিসি- ৬৭৭ টি, এসসি- ২৮৯ টি, এসটি- ১০০ টি, ইডব্লিউএস- ২১৪ টি)। এর যে কোনও স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়া প্রার্থীকে ৩০-৩৫ ডব্লিউপিএম স্পিডে টাইপিংয়ের দক্ষতা রাখতে হবে। গ্রেড অনুযায়ী এই পদগুলির মাসিক বেতন শুরু হচ্ছে ১৯ হাজার ৯০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন আছে ৬৩ হাজার ২০০ টাকা পর্যন্ত। আবেদনকারীদের বয়সসীমা নূন্যতম ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।