চলতি বছরের অক্টোবরে আইফোন গ্রাহক এমন কিছু সাংবাদিক এবং বিরোধী দলের নেতা-নেত্রীদের উদ্দেশে অ্যাপলের তরফে এই সতর্কবার্তা এসেছিল, যে ‘আপনার ফোনটি রাষ্ট্রের নিয়ন্ত্রিত হ্যাকিংয়ের নিশানা হয়েছে’। তার পরেই পরীক্ষা করে দেখা যায় ফোনগুলিতে পেগাসাস নামের চর-সফ্টওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইজরায়েলি একটি সংস্থা যা কেবলমাত্র সরকারকেই বিক্রি করে বলে ঘোষণা করেছে। এরপরেই অ্যাপলের ভারতীয় কর্তাকে তলব করে মোদী সরকার। কেন ওই সতর্কবার্তা আইফোনের গ্রাহকদের পাঠানো হয়েছে, তার জবাবদিহি চাওয়া হয়। ওই কর্তা জানান, বিষয়টি আইফোনের নিরাপত্তা ব্যবস্থার অঙ্গ। গ্রাহককে এই পরিষেবা দেওয়া আমেরিকার সিলিকন ভ্যালির কোম্পানিটির ব্যবসায়িক নীতি, যা বদলানো তাঁর মতো আঞ্চলিক কর্তার পক্ষে অসম্ভব।
এই জবাবে সন্তুষ্ট না হয়ে এরপর অ্যাপলের সদর দফতরে তলব করে এক বড়কর্তাকে ভারতে ডেকে আনা হয়। এমন কোনও সতর্কবার্তা ভারতীয় গ্রাহকদের না দিতে চাপ দেওয়া হয় মোদী সরকারের তরফে। ওই কর্তা আমেরিকার একটি প্রভাবশালী সংবাদপত্রকে জানিয়েছেন, ভারত সরকারের প্রতিনিধিরা তাঁর সঙ্গে বৈঠকে ‘প্রচণ্ড রাগ দেখান, উচ্চকণ্ঠে নানা রকম ভয়ভীতিও দেখান’। তাঁরা সাফ বলেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত হ্যাকিং-এর কোনও সতর্কবার্তা গ্রাহকদের দেওয়া যাবে না। অ্যাপলের কর্তা জানিয়েছেন, তিনি মোদী সরকারের প্রতিনিধিদের বলেন, বিশ্বের ১৫০টি দেশে অ্যাপলের আইফোন ব্যবহার হয়, কোনও দেশের সরকার ওই বিষয়টি নিয়ে যে আপত্তি প্রকাশ করেনি। তার পরেও তাঁকে উদ্দেশ করে হুমকি দেওয়া হয় বলেও জানিয়েছেন অ্যাপলের কর্তা।