এনআরসি-বিরোধী এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে বৃহস্পতিবার ধর্মতলার রানি রাসমণি রোডে সমাবেশ করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আর সেই মঞ্চ থেকেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মোদীজি জেনে রাখুন এই সমাবেশ শুধু ট্রেলার। বীণাপাণি দেবীর নামে শপথ নিয়ে তিনি জানান, অন্যায় হলে মতুয়ারা ডঙ্কা নিয়ে দিল্লি যাবে। দেশ ভাগের চেষ্টা করার জন্য কেন্দ্রীয় সরকারকে ধিক্কারও জানান মমতাবালা। তাঁর সাফ কথা, বিজেপি সরকার এখন মতুয়াদের অনুপ্রবেশকারী তকমা দিচ্ছে। তাই যাঁরা প্রকৃত মতুয়া, তাঁরা কোনও দিন বিজেপি করতে পারে না।
মমতাবালা জানান, রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে চাওয়া হয়েছিল। ওঁর কাছে সময় চাওয়া হয়েছিল। কিন্তু উনি সময় দেননি। প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে যাওয়া হবে। মতুয়াদের অধিকার নিয়ে খেলা করার কারও অধিকার নেই। দিল্লি গিয়ে অনশন হবে। তাঁর কথায়, ‘দরকারে গুলি করে মারুন, কিন্তু তিলে তিলে মারতে পারবেন না।’
গতকাল বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকেও নিশানা করেন মমতাবালা। তাঁর মতে, শান্তনু বংশের কুলাঙ্গার। তাঁকে কে অধিকার দিল রাম মন্দিরের জন্য এখানকার জল-মাটি পাঠাতে? সেই জল-মাটি ফেলে দেওয়া হল। কে বলেছিল পাঠাতে? এর জবাব শান্তনু ঠাকুর পাবে। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েও মিথ্যা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে। বিজেপি আবার ক্ষমতায় এলে মতুয়ারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।