বাংলার সকল মানুষ যাতে সহজেই সরকারি পরিষেবা পান তার জন্য রাজ্যজুড়ে বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের রেশন দোকানগুলিতেই খোলা হচ্ছে এই বাংলা সহায়তা কেন্দ্র।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ৩,৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। আগামী দিনে আরও ১,৪৬৪টি কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। চলতি বছরে প্রায় ১১ লাখ ১৬ হাজার মানুষ এই সহায়তা কেন্দ্রগুলি থেকে নানা পরিষেবা বা তথ্য জানার সুযোগ পেয়েছেন।
২০২০ সালের অগস্ট মাস থেকে রাজ্যে চালু হওয়া বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এতদিন পর্যন্ত প্রায় ৬ কোটি মানুষ পরিষেবা পেয়েছেন। এখনও পর্যন্ত বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের ৪০টি দফতরের মোট ২৮৩টি প্রকল্পের সুবিধা মেলে। এবার সেই জায়গাতে আরও ৩টি নতুন প্রকল্প যুক্ত হতে চলেছে।
এর পাশাপাশি এবার রাজ্যের বুকে নানান রেশন দোকানেই খোলা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র। এর জন্য ইচ্ছুক রেশন ডিলারদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। জানা গিয়েছে, রাজ্যের খাদ্য দফতরের রেশনিং এবং ডিডিপিএস অধিকর্তাকে রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র খোলার জন্য উদ্যোগী হতে বলেছে খাদ্য দফতরের সচিবালয়।
এর পরিপ্রেক্ষিতে জেলাগুলিতেও সংশোধিত ও বিধিবদ্ধ রেশন এলাকার আধিকারিকরা বিজ্ঞপ্তি জারি করেছেন। খাদ্য দফতরের আশা করছে, আগামী অর্থবর্ষে ৫-৬ হাজার রেশন ডিলার তাঁদের রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র চালু করতে আগ্রহী হবেন।